নিজস্ব প্রতিবেদক (সিলেট) : সিলেটের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
সিলেটের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ লোহারমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কুশিয়ারা নদী সংলগ্ন বেড়িবাঁধের আনুমানিক ২৫০ মিটার অংশ ভেঙে যায়।
এতে উক্ত এলাকায় ব্যাপক বন্যা ও এবং ঘরবাড়ি, রাস্তা-ঘাট ও ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দেয়।
ফলে বিজিবি’র লোহারমোহল বিওপির সদস্যরা তাৎক্ষণিকভাবে স্থানীয় জনগণকে সাথে নিয়ে উক্ত বাঁধ মেরামত করে।
এছাড়াও বন্যা দুর্গত এলাকার মানুষদেরকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে বিজিবি।