নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) : আজ ১ জুন দুপুর ১ টার দিকে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এর ডি/১ এবং ডি/২ ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ বালুখালী বিওপি ও পালংখালী বিওপির সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায়।
বিজিবি সদস্যরা সেখানে অগ্নি নির্বাপনে সহায়তা ও উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ আশেপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের সহযোগিতায় এবং বিজিবি সদস্যদের প্রাণান্তকর প্রচেষ্টায় দুপুর ২ টার সময় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।