কুমিল্লার মুরাদনগরে দিনব্যাপী কৃষক/কৃষাণী ও উদ্যেক্তা প্রশিক্ষণ

Uncategorized কর্পোরেট সংবাদ গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

মুরাদনগর উপজেলায় কৃষক-কৃষানীদের প্রশিক্ষন শেষে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে।

 

 

মো: মোশাররফ হোসেন মনির, (কুমিল্লা) :  কুমিল্লার মুরাদনগর উপজেলায় সারা দিনব্যাপী “কৃষক জিএপি সার্টিফিকেশন” বিষয়ক অর্ধশত কৃষক/কৃষানী ও উদ্যোক্তাদের প্রশিক্ষন প্রদান করা হয়েছে। প্রশিক্ষন শেষে প্রশিক্ষানার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।


বিজ্ঞাপন

রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ের হল রুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এই কর্মশালা আয়োজন করে মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।


বিজ্ঞাপন

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: আক্তারুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক (শস্য) আল মামুন রাসেল।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পু, মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নূরে আলম প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *