বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্তৃক  বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন 

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজশাহী সারাদেশ

সফিকুল ইসলাম (লালমনিরহাট) : আজ বুধবার ১২ জুন  সকাল ১১টায়  লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দেশের দ্বিতীয় বৃহত্তর বুড়িমারী স্থলবন্দরে জনাব মোঃ জিল্লুর রহমান চৌধুরী (চেয়ারম্যান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ) বুড়িমারী স্থলবন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।


বিজ্ঞাপন

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মোঃ নুরুল ইসলাম (উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাটগ্রাম উপজেলা প্রশাসন)মোঃ নাজমুল হাসান (সহকারী কমিশনার, বুড়িমারী স্থল শুল্ক স্টেশন) মোঃ মেহেদী হাসান (সহকারী পরিচালক (ট্রাফিক), বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ),
মোঃ আহসান হাবীব (ইনচার্জ, বুড়িমারী ইমিগ্রেশন পুলিশ) এবং আরো অনেকেই উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

পরিদর্শনকালে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান  বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্ট, স্থলবন্দরের গোডাউন, আবাসন ও ইমিগ্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট সকলের সুবিধা-অসুবিধা সহ হাইওয়ে রাস্তাটি ফোর লেন করার কথা জানান, এবং সেই বিষয়ে খোঁজ-খবর নেন, এবং ২০২৮ সালের মধ্যে বুড়িমারী স্থল বন্দরকে একটি সর্বাধুনিক স্থলবন্দর হিসাবে গড়ে তুলবেন বলে আশা ব্যক্ত করেন।

এছাড়াও তিনি বুড়িমারী স্থলবন্দরকে একটি স্মার্ট স্থলবন্দর হিসেবে গড়ে তোলার জন্য স্থলবন্দরে দায়িত্বরত সকল সংস্থাকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একতাবদ্ধ হয়ে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *