আদালত প্রতিবেদক : রাজধানীর ঢাকা মহানগরের মোহাম্মদপুর রাজস্ব সার্কেল এর আওতাধীন শুক্রাবাদ মৌজায় পান্থপথ সড়কে ৮০ কোটি টাকা মূল্যের ০.০৮৭৪ একর ভূমিতে ০৪ তলা স্হাপনাসহশতাংশ খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।
মোহাম্মদপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক এ অভিযান পরিচালনা করেন ।
এসময় মহানগরীর অন্যান্য রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) গণ উপস্থিত ছিলেন
এবিষয়ে মোহাম্মদপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক বলেন, অবৈধভাবে গড়ে ওঠা হোটেল ওলিও ইন্টারন্যাশনাল এর দীর্ঘদিন দখলে থাকা শুক্রাবাদ মৌজার এস.এ, আর.এস ও সিটি ১ নং খতিয়ানের ০.০৮৭৪ একর ভূমি ভূমিতে ০৪ তলা স্হাপনাসহ সরকারের দখল পুনরুদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরকারি সম্পত্তির মূল্য স্হাপনাসহ প্রায় ৮০ কোটি টাকা।