নড়াইল সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ

মো:রফিকুল ইসলাম,(নড়াইল) : নড়াইল সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার শারমীন আক্তার। দায়িত্বভার গ্রহণ করে পরিষদের সকলের সহযোগিতা চেয়ে চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া বলেন, ‘জাতীয় সংসদের মাননীয় হুইপ মাশরাফী বিন মোর্ত্তজার পরামর্শে নড়াইল সদরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।


বিজ্ঞাপন

এ সময় নড়াইল সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: আজিজুর রহমান ভূঁইয়া,ভাইস চেয়ারম্যান তৌহিদুল ইসলাম সোহেল,মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন সুলতানা রোজী,বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা,সদর থানার ওসিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *