সিলেটের কুলাউড়ায় শিশুদের সঙ্গে আ.লীগ নেতা সাদরুলের ঈদ উদযাপন

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিবেদক (সিলেট) :  সিলেটের  মৌলভীবাজারের কুলাউড়ায় চা বাগানের কোমলমতি শিশুদের সঙ্গে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান। এসয় সাংবাদিক এস আর অনি চৌধুরী উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

সোমবার (১৭ জুন) দিনভর উপজেলার বরমচাল চা বাগানের বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা সাদরুল খানকে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠে। এ সময় সাদরুল খান শতাধিক কোমলমতি শিশুদের মধ্যে ঈদের উপহার বিতরণ করেন।


বিজ্ঞাপন

ঈদ উপহার পেয়ে শিশুরা জানায়, আমরা সবাই অনেক সুন্দর সুন্দর উপহার পেয়েছি। অনেক খুশি লাগছে।

অনাড়ম্বর পরিবেশে শিশুরা এই চমক আর উপহার পেয়ে উৎফুল্ল হয়েছে জানিয়ে এক প্রতিক্রিয়ায় সাদরুল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত সার্বজনীন ঈদ উৎসবে সুবিধাবঞ্চিত এই শিশু শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার বিতরণ করার ক্ষুদ্র প্রয়াস মাত্র।

দিনভর এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় বাগান কতৃপক্ষ , এপি তালুকদার জনিসহ বাগান পঞ্চায়েত সদস্যগণ ও বিদ্যালয় কর্তৃপক্ষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *