সিলেটের বন্যা আশ্রয় কেন্দ্রে দূর্গতদের সবার খোজ খবর নিলেন আলীগ নেতা সাদরুল আহমেদ খান 

Uncategorized গ্রাম বাংলার খবর বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন মানবিক খবর রাজনীতি সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিবেদক (সিলেট) : আজ ১৮ জুন ব্রাক্ষণ বাজার ইউনিয়নের মির্জাপুর প্রাথমিক স্কুলের বন্যা আশ্রয় কেন্দ্রে দূর্গতদের সাথে সময় কাটিয়ে সবার খোজ খবর নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান।


বিজ্ঞাপন

এসময় তিনি শুকনা খাবার ও পানি বিতরণ করেন। ব্রাক্ষণ বাজার ইউপি সদস্যা আরিফা আক্তার ইভা, কেন্দ্র পরিচালনার স্বেচ্ছাসেবকগণ, এপি তালুকদার জনি প্রমুখ উপস্থিত ছিলেন ।

সাদরুল জানান, ঈদের অন্দঘণ মুহুর্তে উনারা বাড়ি ছাড়া, দু:খ ভারাক্রান্ত সবাই কিন্তু এই মুহুর্তে এটাই সঠিক বা একমাত্র সিদ্বান্ত।


বিজ্ঞাপন

উল্লেখ্য ব্রাহ্মণ বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মওদুদ আহমেদ ইতিমধ্যে প্রশাষনের সমন্বয়ে আশ্রয়কেন্দ্র চালু করেছেনে। যাদের বাড়িতে পানি উঠে গেছে বা আশংকায় আছেন তাদের আশ্রয় কেন্দ্র চলে আসার আহবান জানানো হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 2 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *