বিশেষ প্রতিবেদন : পুলিশ এ্যাসোসিয়েশন কতৃক প্রেস ব্রিফিংয়ের বিষয়টি শুক্রবার জানাজানি হলে সব মহলে ব্যাপক সমালোচনা ও বিতর্ক শুরু হয়। এতে মুক্তচিন্তা ও স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন শিক্ষক, কর্তব্যরত সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এটি সংবিধান পরিপন্থী বলেও মতামত দিয়েছেন আইন বিশেষজ্ঞরা।
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (চিন্তা ও বিবেকের স্বাধীনতা ও বাকস্বাধীনতা) এবং অনুচ্ছেদ ৪০ (পেশাবৃত্তির স্বাধীনতা) এর পরিপন্থী।পুলিশ এ্যাসোসিয়েশনের এমন প্রেস ব্রিফিং সাংবাদিকদের মধ্যে ভীতি ও শঙ্কা তৈরি করবে। অনুসন্ধানী ডিপার্টমেন্টে কর্তব্যরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের কাজের ক্ষেত্র সঙ্কোচিত করবে এবং সাংবাদিকরা নিগ্রহের স্বীকার হতে পারেন।
তাই সূক্ষ্ম উদ্দেশ্য ও বিশেষ স্বার্থ চরিতার্থ করার জন্য পুলিশ এ্যাসোসিয়েশন থেকে এমন ব্রিফিং করা হয়েছে। এতে ‘মুক্তচিন্তা’ একই সঙ্গে স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। অবিলম্বে পুলিশ এ্যাসোসিয়েশনের বিতর্কিত ব্রিফিং বাতিলের জোর দাবি জানাচ্ছি।
(লেখক : সাংবাদিক মো: নিয়ামুল হাসান নিয়াজ)