স্পোর্টস ডেস্ক : জাতীয় দল যখন পাকিস্তানে ব্যর্থতার মিছিলে তখন যুব দল বিশ্বকাপে তাক লাগিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকায়। ভারতকে হারিয়ে প্রথমবারের মত বৈশ্বিক শিরোপা জিতেছে যুব দলের ক্রিকেটাররা। অন্যদিকে যুবাদের আনন্দের মূহুর্তে পাকিস্তানের মাটিতে ইনিংস ব্যবধানে হেরেছে সিনিয়র ক্রিকেটাররা।
ছোটদের এই সাফল্য টিভি পর্দায় দেখেছেন মুমিনুলরা। ছোটদের এই জেতার তাড়না থেকে শেখার অনেক কিছু দেখছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক। মুমিনুল হক জানালেন, ‘জুনিয়র, সিনিয়র দল নয়, সব জায়গা থেকেই শিখতে পারেন। তারা আমাদের এটা বুঝিয়েছে কীভাবে বড় সাফল্য পেতে হয়।’
মুমিনুল আরো বলেন, ‘তারা যেভাবে লড়াই করেছে, যে ধৈর্য্য দেখিয়েছে সেটা দেখে আমাদের শেখা উচিত। তাদের থেকে আরেকটি বিষয়ও নিতে পারি। তারা যেভাবে নিজেদের ওপর বিশ্বাস রেখেছে এবং একে অপরের সাথে যে যোগাযোগ করেছে সেটাও আমরা গ্রহণ করতে পারি।’