মাদারীপুরে ২০২২ সালের আদমশুমারীর রিপোর্ট প্রকাশ 

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

 মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে জনশুমারি ও গৃহগননা ২০২২ জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠান পালিত  হয়েছে, বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসক এর কার্যালয়ে এ অনুষ্ঠান পালিত হয়।উক্ত অনুষ্ঠানে জেলা পরিসংখ্যান মাদারীপুর এর ভারপ্রাপ্ত উপ পরিচালক মো:রাশেদুজ্জামান এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ খান। এসময় জনশুমারি ও গৃহগননা ২০২২ এর মাদারীপুর জেলার রিপোর্ট উপস্থাপনা করা হয়। রিপোর্টে ২০২২ সালে জনসংখ্যা পরিমান দাড়ায় ১২ লক্ষ ৯৩ হাজার ২৭ জন, এর মধ্যে পুরুষের সংখ্যা ৬ লক্ষ ১৫ হাজার ৭ শত ৬২ জন।মহিলা ৬ লক্ষ ৭৭ হাজার ২ শত ১ জন এবং হিজড়া ৬৪ জন।এর মধ্যে মুসলিম জনসংখ্যা ১১ লক্ষ ৪৬  হাজার ৬ শত ৭৮ জন, হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা ১ লক্ষ ৪৪ হাজার ৯ শত ৪ জন, খ্রিস্টান ধর্মের জনসংখ্যা ১ হাজার ৩ শত ৪৪ জন, বৌদ্ধ ধর্মের জনসংখ্যা ৯২ জন এবং অনন্য ধর্মের জনসংখ্যা মোট ৯ জন।


বিজ্ঞাপন

এবং মোট খানা সংখ্যা ৩ লক্ষ ১৩ হাজার ২ শত ৭৩  টি। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুসরাত হক আজমেরী, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো:মুরসালিন সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *