লালমনিরহাটে বাংলাদেশী নাগরিক ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশের সময় বিজিবি কর্তৃক আটক 

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

লালমনিরহাট প্রতিনিধি :  লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার তিন বিঘা করিডর এর দহগ্রাম চেকপোষ্টে স্বাভাবিক তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কালে ০৫ জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হন।


বিজ্ঞাপন

এখানে উল্লেখ্য যে এই রুটে প্রতিদিন কোন না কোন ভাবে এইদিক দিয়ে প্রবেশ হয়, কিছু অসাধু মানুষ পাচারকারী স্থানীয় প্রভাবশালী লোক প্রতিনিয়ত মানুষ পাচারের সঙ্গে জড়িত, কেন এদিক দিয়ে কোন ধরনের ব্যানাকাটা অথবা কোন কিছু বাধার সম্মুখীন হয় এরকম কোন কিছুই নেই,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা জানান তারা বাংলাদেশী নাগরিক মোঃ আব্দুল হানিফ (১৮), পিতাঃ মোঃ জহির উদ্দিন.} গ্রামঃ দহগ্রাম (গুচ্ছগ্রাম), পোস্টঃ দহগ্রাম, থানাঃ পাটগ্রাম, জেলাঃ লালমনিরহাট এর মাধ্যম হয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্য যাচ্ছিলেন।


বিজ্ঞাপন

আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানাঃ মোঃ আক্তারুল ইসলাম (৪১) পিতাঃ আব্দুল ওহাব। মোছাঃ সোহাগী (৩৫) স্বামী মোঃ আখতারুল ইসলামমোছাঃ মুক্তা আক্তার (৩০)
পিতা মোঃ আউয়াল মোকাদ্দেস।মোছাঃ লাবনী আক্তার (১৮) পিতাঃ মোঃ আক্তারুল ইসলাম মোছাঃ আফিয়া হোমায়রা (০৩) পিতাঃ মোঃ মহিউদ্দিন । উভয়ের গ্রামঃ কালুপাড়া (মধ্যপাড়া) পোস্টঃ কালুপাড়া থানাঃ বদরগঞ্জ, জেলাঃ রংপুর। বর্তমানে উক্ত ব্যক্তিদের কে পাটগ্রাম থানায় হস্তান্তরে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন, বলে জানা যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *