মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গোপালগঞ্জ জেলা কমিটির আয়োজনে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ জুন শনিবার সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের (জিপিসি) সভাকক্ষে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোজাহারুল হক বাবলুর সভাপতিত্বে ও সাংবাদিক শেখ ফরিদ আহমেদ এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন। এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক শহীদুল ইসলাম চৌধুরী, আহম্মদ আলী খান, মোঃ সাইফুর রশিদ চৌধুরী, ক্যাব গোপালগঞ্জ এর সাংগঠনিক সম্পাদক শেখ মহব্বত ই আনোয়ার।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ প্রেসক্লাবের (জিপিসি) সাধারণ সম্পাদক মুন্সি সাদেকুর রহমান শাহীন, জিপিসির সদস্য মোঃ ফয়জুল ইসলাম মোল্লা।সাংবাদিক এমদাদ হোসেন প্রমুখ।সভায় প্রধান অতিথি শামীম হাসান ভোক্তা অধিদপ্তর গোপালগঞ্জ অফিসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
তিনি ভোক্তাদের সচেতন হওয়ার আহবান জানান। নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন বলেন সাংবাদিকরা আমাদের তথ্য দিলে আমাদের কাজ করতে আরো সুবিধা হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের অভিযান অভ্যাহত থাকবে। তিনি এ বিষয়ে সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।