নিজস্ব প্রতিবেদক : রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, মুজিববর্ষে বঙ্গবন্ধুর চর্চা বাড়াতে হবে। মানুষের সামাজিক মর্যাদা, সমান অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে বঙ্গবন্ধু আজীবন কাজ করেছেন। বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ছিল, দারিদ্র-ক্ষুধামুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বর্তমানে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুরুল হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত ‘মুজিব মানে বাংলাদেশ’ গানের এ্যালবাম এর মোড়ক উন্মোচন ও “চেতনায় বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ১৯৭৫ পরবর্তী সময়ে স্বাধীনতাবিরোধীচক্র দীর্ঘদিন দেশ পরিচালনার দায়িত্বে ছিল। স্বাধীনতাবিরোধীরা এ সময়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ ধ্বংস করার অপচেষ্টা করেছে। ১৯৮১ সালে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করছেন।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুঁই, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, সেবা মহাবিদ্যালয় মহাখালী, ঢাকার অধ্যক্ষ জনাব মফিজ উল্লাহ ও বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি মাকসুদুর রহমান মঞ্জু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব ইকবাল হোসেন সবুজ, র্যাব-২’র উপ-সহকারী পরিচালক মো. ইকরামুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান প্রমুখ। অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন মুজিব মানে বাংলাদেশ গানের এ্যালবাম এর গীতিকার কবি খাদেমুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মো. মাজহারুল ইসলাম জুয়েল ও নাসিমুল হক ইমরান।