মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক “অবৈধ মাদক নির্মুলে করণীয়’  শীর্ষক  সেমিনার  অনুষ্ঠিত

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : আজ সোমবার  ৮ জুলাই,  দিনব্যাপী বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার- ২০২৪ অনুযায়ী “অবৈধ মাদক নির্মুলে করণীয়’  শীর্ষক  এক সেমিনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) খোন্দকার মোস্তাফিজুর রহমান,এনডিসি। মূল প্রবন্ধে অধিদপ্তরের মহাপরিচালক মাদকের চাহিদা হ্রাস, ক্ষতি হ্রাস, ও সরবরাহ হ্রাসে অধিদপ্তরের গৃহীত উদ্যোগ এবং মাদক বিরোধী অভিযানে অস্ত্রের প্রয়োজনীয়তার ব্যাপারে আলোকপাত করেন।


বিজ্ঞাপন

এছাড়া, নির্বাচনী ইশতিহারের আলোকে  অধিদপ্তরের জনবল,ভৌত অবকাঠামো, ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি, ডোপটেস্ট নীতিমালা প্রণয়নসহ বেসরকারি নিবন্ধিত নিরাময় কেন্দ্র সমূহের মান উন্নয়নে সরকারি অনুদান বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।


বিজ্ঞাপন

মূল প্রবন্ধ উপস্থাপন শেষে অধিদপ্তরের সাবেক মহাপরিচালক জনাব জামাল উদ্দিন আহমেদ, ড. অরুপ রতন চৌধুরী, সভাপতি,মাদক নিরোধ সংস্থা, মানস ; নইম নিজাম, সম্পাদক,বাংলাদেশ প্রতিদিন; বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়,ড. মোঃ তৌহিদুল হক, ড. শাহরিয়ার আফরিন সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল হান্নান শেলীসহ প্রমুখ ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেন।

আলোচনায়  অতিথিবর্গ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এমন আয়োজনকে স্বাগত জানান।আলোচনায় বক্তরা অধিদপ্তরের উন্নয়নে সাইবার ক্রাইম ইউনিট গঠন, ডগ স্কোয়াড গঠন,আধুনিক প্রশিক্ষণ একাডেমি নির্মাণ, কর্মচারীদের মধ্যে ঝুঁকি ভাতা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন।পাশাপাশি মাদক নির্মুলে অধিদপ্তরের অভিযানে অস্ত্রের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন এবং সর্বস্তরে মাদক সচেতনমূলক প্রচারণা বাড়ানো এবং মাদকাসক্তদের চিকিৎসার সাথে সংশ্লিষ্টদের  প্রয়োজনীয় প্রশিক্ষণের উপর জোর দেন।

আলোচকবৃন্দের আলোচনা শেষে অধিদপ্তরের মহাপরিচালক এমন আয়োজনে উপস্থিত হওয়ার জন্য  অতিথিসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *