দিল্লিতে শুরু হলো নতুন রাজনীতি

আন্তর্জাতিক

ডেস্ক রিপোর্ট : ধর্মীয় বিভিন্ন মেরুকরণের মোড়কে কট্টর হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের মাধ্যমে মানুষের মন জয়ের চেষ্টা করলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের সেই চেষ্টা রাজধানী নয়াদিল্লিতে কার্যত মুখ থুবড়ে পড়েছে। নয়াদিল্লির বিধানসভার নির্বাচনে এবার দুটি বিষয় মোটাদাগে হাজির হয়েছিল; ধর্ম না উন্নয়ন? এই প্রশ্নে দ্বিতীয় বিকল্পকেই বেছে নিয়েছে দিল্লি।
টানা তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রীর মসনদে বসতে চলেছেন আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল।
কাজ দেখেই তাদের ভোট দিয়েছেন দিল্লির মানুষ, বিধানসভা নির্বাচনে জয় লাভের পর দিল্লিবাসীকে ধন্যবাদ জানাতে গিয়ে এমনই মন্তব্য করলেন অরবিন্দ। ভোট গণনা শেষ হলে বিকেলে সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দেন কেজরিওয়াল। সেখানে সাধারণ মানুষের হাতেই জয়ের কৃতিত্ব তুলে দেন তিনি।
কেজরিওয়াল বলেন, ‘এই জয় মানুষের জয়। কাজে বিশ্বাস রেখে ভোট দিয়েছেন সকলে। নতুন রাজনৈতিক যুগের সূচনা করেছেন।’
এ সময় বিজেপিকে নিয়ে একটিও মন্তব্য করেননি কেজরিওয়াল বরং আম আদমি পার্টির উপর আস্থা রাখায় মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তৃতীয় বার আম আদমি পার্টির উপর ভরসা রাখার জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ। যারা আমাকে নিজের ছেলে বলে মনে করেন, যারা আমাদের ভোট দিয়েছেন, আজকের এই জয় তাদের জয়।’
প্রসঙ্গত, ২০১৫ সালের নির্বাচনের (৬৭টি আসনে আপের জয়) চেয়ে এবার আসন (৬৩ আসনে আপের জয়) কিছুটা কমলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে আম আদমি পার্টি (আপ)।
গত শনিবার নির্বাচনের ভোটগ্রহণ শেষে বুথ ফেরত সমীক্ষায় কেজরিওয়ালের আম আদমি পার্টির ভূমিধস জয়ের আভাষ মিলছিল।
মঙ্গলবার সকালে ভোট গণনার জন্য ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) খোলা শুরু হয়। প্রাথমিক ফলাফলে দিল্লির ৭০ আসনের মধ্যে ৬৩টিতে আপ, বিজেপি ৭টি আসনে জয় পেয়েছে। ভরাডুবির মধ্যে বিজেপির কাছে একমাত্র সান্ত¡না, গতবার মাত্র ৩টি আসন পেলেও এবার তা বেড়ে হয়েছে সাতটি।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *