রাজধানীর কদমতলীতে দূর্বত্তের ছুরির  এলোপাথাড়ি আঘাতে মাহবুব আলম  গুরুত্বর জখম : সন্দেহভাজন ২ জন আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : রাজধানী কদমতলী, পাটেরবাগ রোডে সিয়া মসজিদের সামনের গর্লিতে, জমিদার বাড়ির নিচে গতকাল ১১ জুলাই,  দূর্বত্তের চুরির এলোপাথাড়ি আঘাতে মাহবুব আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গুরুত্বর জখম করে পালিয়ে যায়।


বিজ্ঞাপন

মাহবুব আলমকে জরুরি ভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুব আলমকে (৪৫)কে মৃত ঘোষনা করেন।


বিজ্ঞাপন

নিহত মাহবুব আলম ফরিদপুর জেলা বাড়ি।তিনি দীর্ঘদিন যাবৎ  7 up, ও কোককলা কোম্পানির এস.আর এবং ডিলারশিপ হিসেবে কাজ করতেন। মৃত্যুকালে মাহবুব আলমের স্ত্রী ও ১৮ ও ২০ বছরের দুইজন কন্যা সন্তান রেখে গেছেন। নিহত মাহবুব আলম ৪ ভাইয়ের মধ্যে মেঝু।তিনি দীর্ঘ দিন যাবৎ পাটের এলাকায় বসবাস করে আসছেন।

এসময়ে ঘটনা শোনার সাথে সাথে কদমতলী থানার (ওসি)
অফিসার ইনচা্র্জ আবুল কালাম আজাদ নিহতের মাহবুব আলমের পরিবারের সাথে কথা বলেন।

এছাড়াও কদমতলী থানার ওসি অপারেশন ফেরদৌস আলম, ও ওসি তদন্ত, র‍্যাব সহ ডিবি পুলিশ উক্ত ঘটনাস্থলে আসেন এবং পুলিশ ঘটনাস্থল থেকে ১৫-২০ গজ দূর থেকে চাপাতি ও চুরি উদ্ধার করেন। উক্ত ঘটনায় পুলিশ ২ জনকে সন্দেহজনক ভাবে আটক করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *