চট্টগ্রাম বাকালিয়া থানা পুলিশের অভিযান : আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ ১ জন আটক 

Uncategorized অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোহাম্মদ মাসুদ :  চট্টগ্রামের বাকলিয়া থানা পুলিশ  গোপন সংবাদে একটি বিশেষ  অভিযান পরিচালনা করে, উক্ত বিশেষ অভিযান পরিচালনা কালে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ ১ জন কে  গ্রেফতার করা  হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  গত ১২ জুলাই রাত সাড়ে ৩টায় বাকলিয়া থানা এলাকা হতে আসামি আবুল কাশেম (৪৮)-কে  ১টি রামদা,  ১টি শাবল, ২টি লোহা কাটার, ১টি স্টিলের লাঠি, ২টি চাপাতি, ২টি দা, ছ) ০১টি ছোরা  এবং  ১টি দেশীয় এলজিসহ আটক করে।


বিজ্ঞাপন

আজ শনিবার  সকালে নূরে আল মাহমুদ (এসি) (চকবাজার থানা) তিনি বলেন, গোপন সংবাদে ও অভিযানে বাকলিয়া থানাধীন বাস্তুহারা ক্ষেতচর ৬নং গলি কালুয়ার কলোনির ০২ নং ঘর থেকে আসামি অস্ত্র সহ আটক করে। এবং আটককৃত আসামি হতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়ায় তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরো জানান, সক্রিয় অভিযনে অংশ নেন বাকলিয়া থানার এসআই (নি.) তোফাজ্জল হোছাইন, এসআই (নি.) আনোয়ার হোসেন, এসআই (নি.) আব্দুল কাদের, এএসআই (নি.) মমতাজ আলম ও এএসআই (নি.) রণতোষ বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ নেতৃত্বে নির্দেশনায় ছিলেন সংশ্লিষ্ট সিএমপি কর্মকর্তা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *