কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ মোশাররফ হোসেন মনির, (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগর উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার পুলিশ। গ্রেফতারকৃত আসামী উপজেলার খোষঘর গ্রামের মিলন মিয়া বেগ এর ছেলে আনোয়ার হোসেন ওরফে মনু বেগ (৫২)। শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার ভোর সকালে উপজেলার খোষঘর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।


বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম এর নির্দেশনায় এসআই মোঃ আল আমিন এর নেতৃত্বে এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানাধীন খোষঘর এলাকা হইতে মুরাদনগর থানার মামলা নং-১৪ এর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত একজন আসামী মোঃ আনোয়ার হোসেন ওরফে মনু বেগ (৫২)কে গ্রেফতার করে পুলিশ।


বিজ্ঞাপন

মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় আজ শনিবার  ১৩ জুলাই,  ভোর বেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত একজন আসামীকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম বলেন গত ২৩ এপ্রিল ১৯৯৬ সালের একটি খুনের মামলার আসামী সে, দীর্ঘদিন আত্মগোপনে থেকে অবশেষে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, শনিবার দুপুরে আসামীকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছি, বিজ্ঞ আদালত আসামীকে কারাগারে পাঠিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *