কুমিল্লায় উল্টো রথযাত্রা মহোৎসব আগামীকাল ১৪ জুলাই

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

তাপস চন্দ্র সরকার, (কুমিল্লা) :  আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন কুমিল্লা জগন্নাথপুরস্থিত শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির ও ঠাকুরপাড়া রামকৃষ্ণ গৌর নিতাই মন্দির এর যৌথ আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন

১৪ জুলাই রবিবার শেষদিনে উল্টো রথযাত্রা নগরীর পাথুরিয়াপাড়াস্থিত শ্রী শ্রী গুন্ডিচা মন্দিরে সকাল ৭টা হতে যথাক্রমে শ্রী শ্রী জগন্নাথদেব এর পূজা ও দর্শন আরতি, বিশ্ব শান্তি কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, ভজন কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ এবং দুপুর ২টায় ধর্মসভা শেষে ভক্ত সমাবেশ ও পৃথক পৃথক রথারোহণ, শুভ আরতি ও মহাহরিনাম সংকীর্তন সহযোগে ঠাকুরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দির হতে কান্দিরপাড়, রাজগঞ্জ ও চকবাজার হয়ে জগন্নাথপুর মন্দির পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা’র মধ্যদিয়ে শেষ হবে রথযাত্রা মহোৎসব।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *