বিএনপি নেতা আতাউর রহমান শামীম
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালের কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে বরখাস্ত করাকে কেন্দ্র করে কমিটি ও মুসুল্লিদের মধ্যে দ্বন্দ দেখা দিয়েছে। ত্রিশালের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মুফাজ্জল হককে বরখাস্ত করার জন্য গতকাল মসজিদ প্রাঙ্গনে মিটিং এর আহবান করলে উত্তেজিত মুসুল্লিরা সেখানে অবস্থান নেয়।
কমিটি ও মুসুল্লিরা সরাসরি দ্বন্দে জড়িয়ে পড়লে মারমুখী পরিবেশের সৃষ্টি হয়। তৎক্ষনাৎ ত্রিশাল থানা পুলিশ এসে পরিবেশ শান্ত করার চেষ্টা করে। উত্তেজিত মুসুল্লিরা কমিটি বয়কট ও কমিটি বাতিলের দাবিতে শ্লোগান দিতে থাকে।
ঘটনাস্থল থেকে জানা যায়, ত্রিশালের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মুফাজ্জল হক দীর্ঘ দিন ধরে অত্র মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন। কমিটির কিছু সদস্য অন্যায়ভাবে তাকে মসজিদ থেকে বিতাড়িত করার চেষ্টা করতে থাকে। মসজিদের সহ সভাপতি ও বিএনপি নেতা আতাউর রহমান শামীম ও কমিটির গুটিকয়েক সদস্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ১৫ জুলাই রাতে মিটিং করার চেষ্টা করে।
বিএনপি নেতা শামীম স্থানীয় এমপি এবিএম আনিছুজ্জামান এর মদদ ও প্ররোচনায় সাধারন মুসুল্লিদের মতের বিরুদ্ধে গিয়ে ইমামকে বরখাস্ত করার জন্য উঠে পড়ে লাগেন।
একাধিক মুসুল্লিদের সাথে কথা বলে জানা যায়, ইমাম সাহেব যোগ্য ও ভালো মানুষ । আমরা তাকে চাই। কমিটির কিছু বাজে সদস্য তাকে অন্যায়ভাবে বরখাস্ত করার নীল নকশা করছে। আমরা এর প্রতিবাদে এখানে এসেছি। সাধারন মুসুল্লিদের দাবি কি জানতে চাওয়া হলে তারা বলেন, ইমাম সাহেব থাকবে এবং কমিটি বাতিল করে দ্বীনদার ব্যক্তিদের নিয়ে কমিটি করতে হবে। প্রয়োজনে প্রশাসনের হস্তক্ষেপে কমিটি হবে। এর অন্যথায় হলে আমরা আরোও কঠোর আন্দোলন করবো।
আতাউর রহমান শামীম উপজেলা বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক। এ ব্যাপারে ময়মনসিংহ (দ:) জেলা বিএনপির আহবায়ক ডা: মাহবুবুর রহমান লিটনের সাথে যোগাযোগ করা হলে বলেন, শামীম বিএনপি নেতা কিন্তু সে যে কাজ করেছে আমরাও তার নিন্দা জানাই। তার এ কাজের জন্য বিএনপির প্রতি সাধারন মানুষের বিরূপ মনোভাব তৈরী হবে। তার এহেন ঘৃণ্য কাজের সাথে উপজেলা বিএনপির কোন সম্পৃক্ততা নাই।