গোপালগঞ্জে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত 

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জে দেশের সফল শিল্পোদ্যোক্তা  যমুনা গ্রুপ ও যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় গোপালগঞ্জ  জেলা মুক্তিযোদ্ধা সংসদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন।


বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি ও ডিন ড. রাজিউর রহমান, সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক গোলাম মোস্তফা ও কাশবণ সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হক। সভায় সভাপতিত্ব করেন যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এস এম হুমায়ূন কবীর।


বিজ্ঞাপন

বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিনের আমিনুল হাসান শাহীন, চ্যানেল আইয়ের আসাদুজ্জামান বাবুল, প্রথম আলোর নতুন শেখ, চ্যানেল এসে’র সাংবাদিক কাজি মাহমুদ, মোঃ সাইফুর রশিদ চৌধুরী, এজেড আমিনুজ্জামান রিপন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ।

বক্তরা বলেন, প্রয়াত নুরুল ইসলাম বাবুল একজন সফল শিল্পোদ্যোক্তাই ছিলেন না, তিনি ছিলেন একজন খাটি দেশপ্রেমিক। দেশ মাতৃকার জন্য তিনি নিজের জীবন বাজি রেখে রনাঙ্গনে যুদ্ধ করে আমাদের একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন।

এছাড়া স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি দেশ গঠনে আত্মনিয়োগ করেন। গড়ে তোলেন নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান। তার প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির হয়েছে। পাশাপাশি দেশের অর্থনীতিতে বিশাল ভুমিকা রাখছে।

পরে দোয়া ও মিলাদ মাহফিলে প্রয়ত নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনা করে  দোয়া ও মোনাজাত  করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ মসজিদের ইমাম মাওলানা এস এম সাইদুর রহমান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *