নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের ৯ জন মাননীয় বিচারপতি অতিরিক্ত বিচারপতি থেকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হওয়ায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ পূর্বক শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ৯ জন বিচারপতি। বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ এর গণসংযোগ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ শনিবার ৩ আগস্ট সকাল ৯ টায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের ৯ জন মাননীয় বিচারপতি অতিরিক্ত বিচারপতি থেকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হওয়ার নিমিত্তে ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ পূর্বক শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় মাননীয় বিচারপতি মহোদয়গণ জাতির পিতার পরিবারের সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধার কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার-পরিজনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় মোনাজাত করেন।