অরাজকতা বন্ধ করে গণ-অভ্যুত্থানকে সুসংহত করতে হবে —– খেলাফত মজলিস

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক  :  খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ জাতির উদ্দেশ্যে বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট-স্বৈর শাসন ব্যবস্থার অবসান ঘটেছে। আমরা মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা এই আন্দোলন সহ বিগত সময়ে যতগুলো মানুষ অন্যায়ভাবে হত্যাকা-ের শিকার হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি। যত মানুষ আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে আবারো স্মরণ করছি এবং সুস্থতা কামনা করছি। সাম্প্রতিক আন্দোলন সংগ্রামে সাহসিকতার সাথে রাজপথে অংশগ্রহণ করার জন্য আমরা সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি।


বিজ্ঞাপন

দেশ ও জনগণের কল্যাণে আমাদের এই বিজয়কে সুসংহত করতে হবে। একই সাথে রাষ্ট্রের সম্পদ ও জনগণের জান-মালের নিরাপত্তা বিধান করতে হবে। বিশেষ মহল এ বিজয়কে কলংকিত করার জন্য অরাজকতা শুরু করেছে। আমরা জনগণকে এই এর বিরুদ্ধে আরো সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছি। স্ব-স্ব এলাকায় পাহারাদারির ব্যবস্থা করতে হবে। আইন-শৃঙ্খলার পরিস্থিতি পরিপূর্ণভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে আসা পর্যন্ত জনগণকে ঐক্যবদ্ধভাবে সকল অরাজকতা ধৈর্যের সাথে প্রতিরোধ করতে হবে। কখনো আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। খেলাফত মজলিসের কর্মীরা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


বিজ্ঞাপন

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড: আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত নির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড: মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অর্থ সম্পাদক আলহাজ, আবু সালেহীন, সমাজকল্যাণ সম্পাদক ডা: রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, ডা: আবদুর রাজ্জাক, জিল্লুর রহমান, জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, এডভোকেট শায়খুল ইসলাম, আলহাজ¦ আবু আদিবা, অধ্যাপক মাওলানা আজিজুল হক, আলহাজ¦ নুর হোসেন, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসেন প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *