টেকনাফ সীমান্তে বিজিবি’র অভিযানে ২৯.১৫ কেজি স্বর্ণালঙ্কার সহ ২ জন মায়ানমার নাগরিক আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গতকাল শনিবার ১০ আগস্ট  রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ হ্নীলা সীমান্তবর্তী উত্তর ফুলের ডেইল নামক গ্রামের একটি বাড়িতে চোরাকারবারীরা মায়ানমার হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে


বিজ্ঞাপন

স্বর্ণের একটি বড় চালান লুকিয়ে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক রাত ২০৩০ ঘটিকায় টেকনাফ ব্যাটালিয়ন সদরের চোরাচালান প্রতিরোধী টহলদল তাৎক্ষণিকভাবে উত্তর ফুলের ডেইল গ্রামে গমন করতঃ এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে উক্ত বাড়ি ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

বিজিবি’র উপস্থিতি টের পেয়ে উক্ত বাড়িতে অবস্থানরত চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল দুইটি ব্যাগসহ ০২ জনকে আটক করে।

পরবর্তীতে ব্যাগের ভিতর হতে ২৮,৭৫,০০,০০০ (আটাশ কোটি পঁচাত্তর লক্ষ) টাকা মূল্যমানের ২৯.১৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার ও বাংলাদেশী নগদ ২৬,০১০ (ছাব্বিশ হাজার দশ) টাকা উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত ইয়াহিয়া খান মায়ানমারের মংডু হতে সেদেশের নাগরিক আনোয়ার সাদেকের সহযোগিতায় উল্লেখিত স্বর্ণালংকার বাংলাদেশে এনে বিক্রি করার উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসে। আটককৃত ব্যক্তিরা যথাক্রমে,  ইয়াহিয়া খান (৪৫), পিতা-মৃত লিয়াকত আলী, ১৩ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। এবং আনোয়ার সাদেক (৪০), পিতা- মৃত মীর আহমেদ, গ্রাম-সুইজা, মংডু, মায়ানমার।

উল্লেখ্য, উদ্ধারকৃত স্বর্ণালংকার এবং বাংলাদেশী টাকা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারী শাখায়) জমা করতঃ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সরকারী কর/শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *