সীমান্ত নদী জাদুকাটায় ড্রেজার বন্ধ করণ অতিরিক্ত রয়্যালিটি আদায়ের নামে চাঁদাবাজি ও সেতু রক্ষার দাবিতে ছাত্র জনতার সমাবেশ

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিবেদক :  খনিজ বালি পাথর সমৃদ্ধ সীমান্তনদী জাদুকাটায় বালি মহালের নামে পরিবেশ ধ্বংসী ড্রেজার মেশিনে বালি পাথর উক্তোলন বন্ধ করণ রয়্যালিটি, নৌকাঘাটের নামে বেপরোয়া চাঁদাবাজি বন্ধ করণ ও সেতু রক্ষার দাবিতে ছাত্র জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুরের তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর বাজারে এ সমাবেশ অনুষ্টিত হয়েছে।


বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাহিরপুর উপজেলার শাখার আয়োজনে খনিজ বালি পাথর সমৃদ্ধ সীমান্তনদী জাদুকাটায় বালি মহালের নামে পরিবেশ ধ্বংসী ড্রেজার মেশিনে বালি পাথর উক্তোলন বন্ধ করণ, নদীর তীর কাটা বন্ধ করণ, শর্তের ব্যতয় ঘটিয়ে খনিজ বালি পাথর উক্তোলনের দায়ে বালু মহালের ইজারা বাতিল ,অতিরিক্ত হারে রয়্যালিটি, নৌকাঘাটের নামে ঘাগড়া, ফাজিলপুর ঘাটে টোল আদায়ের আড়ালে বেপরোয়া চাঁদাবাজি বন্ধ করণ ও তাহিরপুর সুনামগঞ্জ সড়কে যানবাহন চলাচলের একমাত্র ভরসা আনোয়ারপুর সেতু রক্ষার দাবিতে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ দায়িত্বশীর উপদেষ্টাগণের প্রতি আহবান জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ওই সমাবেশ বক্তারা বক্তব্য রাখেন।


বিজ্ঞাপন

ছাত্র জনতার সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সমাবেশে তাহিরপুর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, ফেরদৌস আলম,মেহেদী হাসান উজ্জ্বল,সাখাওয়াত হুসেন প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার পক্ষে বক্তব্য রাখেন, আজিজুর রহমান কাউছার, আবুল হাসনাত রাহুল,জাহিদ আল সুজন, মাজহারুল ইসলাম নবাব,আনিসুর রহমান সাকিব, মানিক মিয়া,আবু সাইদ প্রমুখ।

সমাবেশে বালি পাথর ব্যবসায়ী, নৌ যান শ্রমিক,সাধারন শ্রমিক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার কয়েক সহ¯্রাধিক মানুষজন উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *