নড়াইলে চলমান সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের অবস্থান কর্মসূচি পালিত

Uncategorized অনিয়ম-দুর্নীতি অন্যান্য অপরাধ অর্থনীতি আইন ও আদালত আন্তর্জাতিক ইতিহাস ঐতিহ্য কর্পোরেট সংবাদ খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় জীবন-যাপন প্রশাসনিক সংবাদ রাজনীতি



মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে চলমান সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৪ আগষ্ট) দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে এ উপলক্ষ একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়।
জেলা যুবদলের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আসাদুজ্জামান জামান, যুগ্ম-সম্পাদক আলী হাসান,বিএনপি নেতা রিয়াজুল ইসলাম টিংকু,মফিজুর রহমান জমাদ্দার,জেলা কৃষক দলের আহ্বায়ক নবীর হোসেন,জেলা শ্রমিক দলের সভাপতি সাইদুজ্জামান আমল,লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম,লোহাগড়া পৌর যুবদলের সভাপতি নজরুল ইসলাম,লোহাগড়া উপজেলা কৃষক দলের সভাপতি আলম মোল্লা, লোহাগড়া শ্রমিক দলের সভাপতি আখতার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল ইসলাম,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুবায়াৎ তুরশেদ শিথীল প্রমূখ। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *