বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে বিক্ষোভ,ভূয়া মুক্তিযোদ্ধাদের সন্মানি বাতিলসহ বিচারের দাবি

Uncategorized অনিয়ম-দুর্নীতি অন্যান্য অপরাধ অর্থনীতি আইন ও আদালত আন্তর্জাতিক খুলনা



মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকালে নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল শেষে তারা সমাবেশ করে। সমাবেশে তারা ৪ দফা দাবি পেশ করে। সাধারণ শিক্ষার্থীরা তাদের বক্তব্যে ৪ দফা দাবি সম্পর্কে বলেন,কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত নিরাপরাধ ছাত্রদের নির্বিচারে গুলি করে হত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ি করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান। সম্প্রতি ভোট চোর স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর একটি চক্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা দেশকে আবারও অশান্ত করতে চায়। তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দিতে হবে। যারা অবৈধ ভাবে বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম লিখিয়ে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা কলংকিত করেছেন। সরকারি সুবিধা নিয়েছেন। যথাযথ তদন্ত সাপেক্ষে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বীর মুক্তিযোদ্ধাদের তালিকা হতে বাদ দিতে হবে। সেই সাথে তাদের নেয়া সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধা ফেরত নিয়ে ভূয়া মুক্তিযোদ্ধাদের দ্রুত সাস্তির দাবি জানায়,শিক্ষার্থী’রা।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *