নিজস্ব প্রতিবেদক : নাচে-গানে এবারও বসন্তকে বরণ করে নিচ্ছে রাজধানীবাসী। এ উৎসবকে ঘিরে নানা বয়সের মানুষের ভিড় জমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায়। শুক্রবার সকাল ৭টা থেকে সেখানে শুরু হয়েছে দিনব্যাপী বসন্ত উৎসব। জাতীয় বসন্তবরণ উদযাপন পরিষদ এ আয়োজন করেছে।
ধ্রুপদি সুরের মূর্ছনায় শুরু হয় অনুষ্ঠান। একক আবৃত্তি ও একক সংগীতের মধ্য দিয়ে চলছে মনোমুগ্ধকর পরিবেশনা। বকুলতলায় অনুষ্ঠানের শুরু হয় সুস্মিতা দেবনাথ ও সহ-শিল্পীর ধ্রুপদি সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।
জানা গেছে, শুক্রবার ৩টি জায়গায় বসন্তবরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৭টা থেকে বকুলতলায়, সকাল সাড়ে ৮টা থেকে ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চ এবং উত্তরা ৩ নম্বর সেক্টরের উন্মুক্ত মঞ্চে বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত চলে।
রাজধানীর ওয়াইজঘাট এলাকার বুলবুল ললিতকলা অ্যাকাডেমি (বাফা) মাঠেও আয়োজন করা হয় বসন্তবরণের অনুষ্ঠান। এছাড়া আবির বিনিময় ও প্রীতি বন্ধনী পর্ব অনুষ্ঠিত হবে চারুকলাসহ অনুষ্ঠানের সবকটি স্থানে।
জাতীয় বসন্তবরণ উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট জানান, এ আয়োজন গত ২৫ বছর ধরে হয়ে আসছে। সারাদেশের ঋতু উৎসবগুলোর মধ্যে এটি অন্যতম ঋতু উৎসব।