নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) দায়িত্বপূর্ণ কলারোয়া সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩ কোটি ১২ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ০৩ বোতল এলএসডি (LSD- Lysergic Acid Diethylamide) মাদক জব্দ করতে সক্ষম হয়েছে।
আজ শনিবার ১৭ আগস্ট সকাল ৭ টা ২৫ মিনিটের সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কলারোয়া উপজেলার চান্দুরিয়া সীমান্ত দিয়ে মাদকের একটি চালান ভারত থেকে বাংলাদেশে আসবে।
এ প্রেক্ষিতে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর দিকনির্দেশনায় চান্দুরিয়া বিওপি‘র নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবি’র একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত সীমান্তের কাদপুর এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পরে সীমান্তের দিকে থেকে কতিপয় ব্যক্তিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে ধাওয়া করে।বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়।পরবর্তীতে আভিযানিকদল বর্ণিত স্থান হতে ০৩ তিন বোতল ভারতীয় এলএসডি মাদক উদ্ধার করে।
এ ব্যাপারে সাতক্ষীরার কলারোয়া থানায় সাধারণ ডায়েরী করতঃ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।