নিজস্ব প্রতিনিধি : “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” বিজিবি মহাপরিচালকের এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণ করেছে বিজিবি।
গতকাল ১৮ আগস্ট সকালে বিজিবি’র রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) দায়িত্বপূর্ণ শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী তেলকুপি কলমদর আলীম মাদ্রাসা মাঠে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করে।
উক্ত ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচির মাধ্যমে সীমান্তবর্তী ৫২০ জন দুস্থ ও অসহায় নারী, পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।
এসময় বিজিবির তেলকুপি বিওপির কমান্ডারসহ অন্যান্য পদবীর সৈনিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।