নিজস্ব প্রতিনিধি (সিলেট) : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গতকাল সোমবার ১৯ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী সংগ্রামপুঞ্জি এলাকা দিয়ে মানব পাচারকারী চক্রের মাধ্যমে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভারতে যাবে।
উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ প্রতাপপুর এবং সংগ্রাম বিওপির টহলদল বর্ণিত এলাকায় অবস্থান গ্রহণ করে। আনুমানিক রাত ৯ টার সময় মানব পাচারকারী চক্রের ২ সদস্যের সহায়তায় ৫ জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবি টহলদল স্থানীয়দের সহায়তায় তাদেরকে আটক করতে সক্ষম হয়।
মানব পাচারকারী চক্রের সদস্যরা হলো-সিলেটের গোয়াইনঘাট উপজেলার মাইজগাঁও উত্তর প্রতাপপুর গ্রামের মৃত শাহজাহানের ছেলে মোঃ জুয়েল আহমেদ এবং উত্তর প্রতাপপুর গ্রামের মোঃ রোচন আলীর ছেলে মোঃ ফকরুল ইসলাম।
আটককৃত অন্যান্য ব্যক্তিরা হলো- মোঃ ইস্রাফিল আহমেদ (৩২), মোঃ নূর হাসান (২৬), মোঃ ফরিদ ব্যাপারী (২৩), মোঃ সুমন (২৫) এবং জান্নাত (২৮)
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গোয়াইনঘাট থানায় সোর্পদ করা হয়েছে।