লালমনিরহাট প্রতিনিধি : গতকাল বুধবার ২১ মো: হাসিব-উল-আহসান, সহকারী কমিশনার (ভূমি), পাটগ্রাম কর্তৃক পুলিশ বিভাগ ও বিজিবির সহযোগিতায় এই উপজেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা মৌজায় নাটারবাড়ি নামক স্থানে জনাব মো: রফিকুল ইসলাম গং কর্তৃক নিজ জমিতে ০৩ টি বালু উত্তোলনের মেশিন পাওয়া যায়। ঘটনাস্থলে জনাব মো: রফিকুল ইসলাম ও তার পরিবার উক্ত ৩ টি বালু উত্তোলনের মেশিন তাদের নিজের মর্মে স্বীকারোক্তি প্রদান করেন। উক্ত স্থানে বিপুল পরিমাণ উত্তোলিত বালু পাওয়া যায় যা উক্ত ৩ টি মেশিন দিয়ে ইতোপূর্বে তোলা হয়েছে মর্মে মো: রফিকুল ইসলাম অবগত করেন।
বালু উত্তোলনের এই অপরাধ আমলে নিয়ে সহকারী কমিশনার (ভূমি), পাটগ্রাম উপযুক্ত সাক্ষ্য গ্রহণ সাপেক্ষে মো: রফিকুল ইসলামকে ১ লক্ষ টাকা জরিমানা করেন ও বালু উত্তোলনের মেশিন ৩ টি অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দেন। এছাড়াও তিনি উক্ত উত্তোলিত বালু বিপনণ করা নিষিদ্ধ মর্মে আদেশ প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি), মো: হাসিব-উল-আহসান উপস্থিত জনগণকে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে সোচ্চার হওয়ার আহবান জানান। পাটগ্রাম উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।