রাঙামাটির দুর্গম মারিশ্যা ও ভূষণছড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবি

Uncategorized চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (চট্টগ্রাম) :  আজ রবিবার  ২৫ আগস্ট  বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ পূর্ব ল্যাইলাঘোনা এলাকায় বন্যাদুর্গত ৭০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে ৫ কেজি চাল ১ কেজি ডাল, ৫০০ গ্রাম তৈল এবং ২ কেজি আলু বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

অপরদিকে, ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) কর্তৃক বরকল উপজেলার ০৪ নং ভূষণছড়া ইউনিয়নের বন্যাকবলিত এ্যারাবুনিয়া ও ভূষণছড়া এলাকার ৩৮টি পরিবারের মাঝে পরিবার প্রতি ০৫ কেজি চাউল, ০১ কেজি ডাল, ০১ কেজি তৈল, ৫০০ গ্রাম চিনি, ০১ কেজি আলু এবং ১ কেজি লবন বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *