নিজস্ব প্রতিবেদক : ১৪ দিন আশকোনা হজ ক্যাম্পে পর্যবেক্ষণের থাকার পর আজ শনিবার বাড়ি ফিরবেন চীন ফেরত ৩১২ বাংলাদেশি। বিকেলে দ্বিতীয় দফায় স্ক্রিনিং শেষে সন্ধ্যা নাগাদ নিজ বাড়ি ফেরত পাঠাবে স্বাস্থ্য অধিদপ্তর। তবে তারা আইইডিসিআর-এর তত্ত্বাবধানে থাকবেন।
গত ১ ফেব্রুয়ারি চীনের উহান থেকে দেশে আসা ৩১২ জনের ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হতে যাচ্ছে আজ। তাদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করে করোনা ভাইরাসের কোনো উপস্থিতি পায়নি আইইডিসিআর। আর তাই সব ধরনের ঝুঁকিমুক্ত হওয়ায় তাদের নিজ বাড়ি ফেরানোর কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আইইডিসিআরের কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক মীরজাদী সেব্রিনা জানান, বিকেলে স্ক্রিনিং ফর্ম পূরণের পর সবাইকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হবে। এছাড়া, মাস্ক ও প্রয়োজনীয় সামগ্রী দেয়ার পর তাদের বাড়ি পাঠানো হবে।
তিনি বলেন, যদিও তারা ফ্রি তারপরও অতিরিক্ত সতর্কতা হিসেবে তারে মাস্ক ও স্যানিটাইজার দিয়ে দেয়া হবে। এখান থেকে চলে যাওয়ার পর তাদের করণীয় কি সব পরামর্শ দেয়া হবে। এ পুরো কার্যক্রম শেষ করতে রাত হয়ে যাবে।
কোয়ারেন্টাইনে থাকা বাংলাদেশিরা বাড়ি ফেরার পরেও তাদের সঙ্গে যোগাযোগ রাখবে আইইডিসিআর।
চীন থেকে দেশে ফিরলেই করোনা আক্রান্ত মনে করার কোনো কারণ নেই বলেও জানান আইইডিসিআর পরিচালক।