শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় ২০২৪/২৫ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় দেশীয় প্রজাতির রুই জাতীয় পোনামাছ মজুতের লক্ষে নির্বাচিত বিভিন্ন জলাশয়ে অবমুক্তকরণপোনামাছ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭আগষ্ট) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর পুকুরে এ পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া উম্মুল বানিন।
এসময় সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অনিক রহমান, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলুসহ নির্বাচিত বিভিন্ন জলাশয়ের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এদিন উপজেলার নির্বাচিত ১১টি জলাশয়ে ৩২২.৫৮ কেজি পোনামাছ অবমুক্তকরা হয়।