নওগাঁর সীমান্ত এলাকার পূনর্ভবা নদিতে যৌথ অভিযানের অবৈধ হাজারদুয়ারি কারেন্ট জাল আটক

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজশাহী সারাদেশ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশা সীমান্তের হাঁপানিয়া এলাকায় অবস্থিত পূনর্ভবা নদিতে মাছ ধরার অবৈধ রিং ও কারেন্ট জাল আটক করা হয়েছে।


বিজ্ঞাপন

আজ মঙ্গলবার দুপুরে ১৬ বিজিবি নিতপুর ক্যাাম্পের টহলদল এবং মৎস অধিদপ্তরের যৌথ অভিযানে এ জালগুলি আটক করা হয়।


বিজ্ঞাপন

সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, মৎস্য অফিসার মনিরুজ্জামান এবং নায়েব সুবেদার মজনু মিয়া সাথে টহল দল বিওপি হতে ০১ কিঃমিঃ উত্তর দিকে এবং সীমান্তের মেইন পিলার ২৩০/৫২ আর হতে মেইন পিলার ২৩১ পর্যন্ত টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১২টি রিং জাল এবং ৩টি কারেন্ট জাল আটক করা হয়।পরে আটককৃত রিং জাল এবং কারেন্ট জালগুলি পুড়িয়ে ধ্বংস করার করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *