গাইবান্ধার সুন্দরগঞ্জে আউশ ধানের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

Uncategorized অর্থনীতি গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

গাইবান্ধা  প্রতিনিধি :: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আউশ ধানের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। চলতি ২০২৩-২৪ অর্থ বছর খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের (উফশী) সমলয় চাষাবাদ কার্যক্রমের ব্লক প্রদর্শনীতে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কঞ্চিবাড়ি ব্লকের কৃষক সাদা মিয়ার শস্য কর্তন করা হয়।


বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরেরর আয়োজনে মঙ্গলবার উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবিরের সভাপতিত্বে কৃষক সাদা মিয়ার বাড়ির উঠানে মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

এ সময় বক্তব্য রাখেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জুনিয়র মনিটরিং এবং রির্পোটিং স্পেশালিষ্ট মো. আজিজুর রহমান, কঞ্চিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, এসএপিপিও সাদেক হোসেন, উপজেলা প্রেক্লাবের সভাপতি শাহজাহান মিঞা, কৃষক সাদা মিয়া প্রমূখ। পরে যন্ত্রের সাহায্যে ধান কর্তন উদ্বোধন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *