নড়াইল জেলা প্রশাসন ও পুলিশ লাইনস্ স্কুলের আয়োজনে পুলিশ সুপার মেহেদী হাসান‍‍ের বিদায় সংবর্ধনা

Uncategorized অন্যান্য কর্পোরেট সংবাদ খুলনা গ্রাম বাংলার খবর

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের পুলিশ সুপার মেহেদী হাসান‍‍ এর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) নড়াইল জেলা পুলিশ লাইনস্ স্কুল প্রাঙ্গণে জেলা পুলিশের কর্ণধার মোহাঃ মেহেদী হাসান এর বদলিজনিত কারণে নড়াইল জেলা পুলিশ লাইনস্ স্কুলের আয়োজনে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। পুলিশ লাইনস্ স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ফুল দিয়ে বিদায়ী পুলিশ সুপারকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরবর্তীতে স্মৃতি স্মারক স্বরূপ শুভেচ্ছা উপহার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন,তারেক আল মেহেদী,
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মোঃ দোলন মিয়া,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ,নড়াইল সদর থানা,মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক,পুলিশ লাইনস্ স্কুল; ফেরদৌসী খানম,প্রধান শিক্ষক,পুলিশ লাইনস্ স্কুল, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণসহ পুলিশ লাইনস্ স্কুলের শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ প্রমূখ। জেলা প্রশাসনের আয়োজনে নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান”র বদলিজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,জেলা প্রশাসক নড়াইল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এর উপস্থাপনায় বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পুলিশ সুপার‍‍`র সাথে কাজ করার স্মৃতিচারণ করেন। বিদায়ী পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান তাঁর বক্তব্যে বলেন,জেলা প্রশাসক,আর্মি ক্যাম্পের সিও সহ জেলার সকল কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে নড়াইল জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তাদের সহযোগিতায় জেলা পুলিশের অনেক উন্নয়ন করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন,সরকারি কর্মকর্তাদের বদলি একটি নিয়মিত প্রক্রিয়া। আমরা যেখানেই থাকি না কেন আমাদের মধ্যে যে ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন সৃষ্টি হয়েছে তা অটুট থাকবে আজীবন। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বিদায়ী পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং স্মৃতি স্মারক ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। এ সময় নড়াইল আর্মি ক্যাম্পের সিও লেঃ কর্নেল শেখ শেফায়েত আব্দুল্লাহ পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। বিকাশ চন্দ্র দাস,জেলা কমান্ড্যান্ট,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নড়াইল,বিদায়ী পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানকে ক্রেস্ট প্রদান করেন। এসময় জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *