ফরিদপুরের চরভদ্রাসনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলে দিশেহারা গ্রাহক

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলে দিশেহারা হয়ে পড়েছে হাজার হাজার গ্রাহক। তাদের অভিযোগ কোনো মাসে পূর্বের মাসের দ্বিগুন আবার কোনো মাসে তার অর্ধেক বিল ধার্য করা হয়।


বিজ্ঞাপন

উপজেলার সদর ইউনিয়নের বাদুইলা মাতুব্বরের ডাঙ্গী
গ্রামের বাবলু তালুকদার জানান, তার বাড়িতে বিদ্যুৎ ব্যবহার বাবদ প্রতিমাসে সাধারণত ৩৫০ থেকে ৪০০ টাকা বিল হয়। কিন্তু গত জুলাই মাসে ১৫৯০ এবং আগস্ট মাসের বিদ্যুৎ বিলের কাগজে ধরা হয়েছে ২৭৩৭ টাকা।
একই অভিযোগ একই গ্রামের টিপু মোল্লার। তিনি জানান, তার বাড়িতে ব্যবহৃত বিদ্যুতের খরচ হিসাবে প্রতিমাসে ৩০০ থেকে ৩৫০ টাকা বিদ্যুৎ বিল হলেও গত আগস্ট মাসে তার বিদ্যুৎ বিল ধরা হয়েছে এক হাজার টাকা।
স্থানীয়দের অভিযোগ বিদ্যুৎ বিলের জন্য বিদ্যুৎ ব্যবহার করার পরিমাণ দেখার লোক প্রতিমাসে ঠিকমত মিটারের কাছে না এসে বিল করায় এমন ঘটনা ঘটছে।


বিজ্ঞাপন

উপজেলার গাজীর টেক ইউনিয়নের তেলিভারির ঘাট এলাকার মো. কামাল হোসেন মল্লিক জানান, তিনি প্রতিমাসে তার বাড়িতে গড়ে ১৫-২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা হলেও বিলের কাগজে দেওয়া হয় ৪০০ থেকে ৪৫০ টাকা করে।একই অভিযোগ উপজেলার বিভিন্ন এলাকার পল্লী বিদ্যুতের গ্রাহকদের।

চরভদ্রাসন সদর বাজারের গাজীর টেক ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের এলাকার মোবাইল ব্যাকিংয়ের মাধ্যমে
বিদ্যুৎ বিল পরিশোধকারী মো. আরিফুর রহমান সবুজ জানান, প্রায়ই গ্রাহকরা বিল পরিশোধের করতে এসে অতিরিক্ত বিদ্যুৎ বিল হয়েছে বলে অভিযোগ করেন।

এ ব্যাপারে চরভদ্রাসন উপজেলার পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মোঃমাহফুজুর রহমান বলেন, কোনো গ্রাহকের এমন অতিরিক্ত বিদ্যুৎ বিল হলে ভুক্তভোগী গ্রাহককে অফিসে লিখিত অভিযোগ দিতে হবে। মিটার পরীক্ষাসহ মিটারের আগের ও পরের ব্যবহৃত ইউনিট দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *