ভোলার শহরের প্রাধনকেন্দ্র নতুনবাজার চলে ফুটপাত দখলমুক্ত অভিযান

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় প্রশাসনিক সংবাদ বরিশাল বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো: সোহেল,(ভোলা) : ভোলার শহরের প্রধানকেন্দ্র নতুনবাজার, ফুটপাত দখলদারিত্বদের ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও দখল মুক্ত ফুটপাত ব্যবহার নিশ্চিত করতে প্রথম বারের মত সর্তক করে দিয়েছে ভোলা পৌরসভার প্রশাসক মোহাম্মদ কায়সার খসরু।


বিজ্ঞাপন

খুব দ্রুতই ফুটপাত দখলদারিত্ব উচ্ছেদ করে, জনসাধারণের জন্য মুক্ত চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে। পৌরসভার প্রসাশক মোহাম্মদ কায়সার খাসরু।


বিজ্ঞাপন

বলেন ফুটপাতে অবৈধ আাবে দোকানপাট বসানোর কারনে ফুটপাত দিয়ে মানুষ চলাচল কারে পারেনা এতে মানুষের খুবই সমস্যা গঠে এনং রাস্তা পারে নিষিদ্ধ থাকার পরেও মোটরসাইকেল রিকশা ও কিছু যানবাহন রাখার ফলে রাস্তা যানযোটের ভোগান্তি গঠে এতে সমস্যা পরে যাত্রীরা ও চালক যাত্রীা জানায় এতে তারা সময় মতো পৌঁছাতে পারেনা গন্তব্য স্থানে।

ভোলা সদর নতুন বাজার ও চকবাজারসহ বেশ কিছু জায়গায় চলে এই ফুটপাত মুক্ত অভিযান এ সময় উপস্থিত ছিলেন অনলাইন মিডিয়া ও নিউজ মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *