পরিত্যক্ত অবস্থায় ০১ কেজি ৬০ গ্রাম হেরোইন উদ্ধার

Uncategorized অপরাধ আইন ও আদালত প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজশাহী সারাদেশ

চাপাইনবয়াবগঞ্জ প্রতিনিধি  : চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫গত শুক্রবার ৩০ আগস্ট রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন বারোঘরিয়া সুইচ গেইটের নিকট নদীর পাড়ে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে।


বিজ্ঞাপন

সংবাদ পাওয়ার পর র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় গমন পূর্বক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে।

এমতাবস্থায় মাদক কারবারী মাদক বহনের সময় র‌্যাবের উপস্থিতি টের পেলে তাদের হেফাজতে থাকা মাদক ফেলে দিয়ে অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। উপরোক্ত ঘটনায় উদ্ধারকৃত আলামত সমূহ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 4 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *