বিজিবির সিলেট সেক্টর লাগোয়া মেঘালয়ে রাজ্যে পাচারকালে সীমান্তে ইলিশের চালান জব্দ !

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

বিজিবি কর্তৃক আটককৃত ইলিশের চালান।


বিজ্ঞাপন

বিশেষ প্রতিবেদক : ভারতের মেঘালয় রাজ্যে পাচারকালে ইলিশের একটি অবৈধ চালান সীমান্তে জব্দ করেছে বর্ডারগার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা।২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জে তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবি টহল দল ইলিশের ওই চালানটি জব্দ করেছে শনিবার বিকেলে। রবিবার ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিাংলাদেশ (বিজিবি)সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বশীল সুত্র জানায় ওই চালানটিতে থাকা সাড়ে ৪৬ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন

ব্যাটালিয়নের দায়িত্বশীল সুত্রটি আরো জানায়, ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সাহিদাবাদ এলাকার ওপারে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি জনবুহুল এলাকা ঘোমাঘাটে এপারে থাকা একদল চোরাকারবারি সীমান্ত অতিক্রম করে ইলিশের চালানটি পাচারের জন্য নিয়ে যাচ্ছিল শনিবার বিকেলের দিকে। খবর পেয়ে ব্যাটাালিয়নের লাউরগড় বিজিবি’র টহল দল বরাফ দেয়া দুটি ককশিটে থাকা সাড়ে ৪৬ কেজি ইলিশ জব্দ করে।

আজ রবিবার  ১ আগস্ট  ২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মুহিদুর রহমান বলেন, বিজিবি’র টহলদল সাহিদাবাদ পৌছার পূর্বেই কৌশলে চোরাকারবারিরা ইলিশের চালান ফেলে রেখে পালিয়ে যায়। এরপর জব্দকৃত ইলিশ নিলামে বিক্রয় করে সাড়ে ৪৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিতে ব্যাটালিয়ন হেডকোয়র্টারে প্রক্রিয়াধীন রয়েছে।

মেঘালয় রাজ্যে ইলিশ পাচার প্রসঙ্গে, সীমান্ত বাণিজ্য ও চোরাচালান প্রতিরোধে একটি বেসরকারি সংস্থায় কর্মরত সারোয়ার জাহান বলেন, মেঘালয় রাজ্যে দেশের রুপালী ইলিশ পাচার হচ্ছে এটি অশনী সংকেত, ধারণা করা হচ্ছে সিলেট সেক্টর ঘেষা সুনামগঞ্জ সীমান্তের লাউরগড় সীমান্ত এলাকায় এটি বিজিবির হাতে প্রথম কোন ইলিশের চালান জব্দ হলেও এর পুর্বেও হয়তবা সিলেট সীমান্ত জুড়ে চোরাচালান প্রবণ সীমান্ত এলাকা দিয়ে মেঘালয়ে বিপুল পরিমাণ ইলিশ মাছের চালান পাচার হচ্ছে।
নোট: গুগল থেকে প্রতিকী ছবি দিতে পারেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *