কিশোরীকে গণধর্ষণ ৩ আসামি গ্রেপ্তার

অপরাধ আইন ও আদালত সারাদেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে গণধর্ষণ মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন

এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চৌধুরী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন, চর আফজল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. মিরাজ (২২), মো. নুরনবীর ছেলে মো. ইউসুফ (২৭), মৃত আবদুল হালিমের ছেলে মো. ওসমান (২৫)।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গত ২৩ জানুয়ারি রাতে চর আফজাল গ্রামের এক কিশোরী ঘর থেকে বের হলে জোর করে ওই তিন বখাটে বাগানে নিয়ে গণধর্ষণ করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা গণধর্ষণের কথা স্বীকার করেছে।


বিজ্ঞাপন
👁️ 4 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *