ধানমন্ডি থেকে ইত্তেফাকের সাবেক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি

সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিবেদক  : সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে, আজ  সোমবার ২ আগস্ট,  বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তারের করেন (ডিবি) পুলিশ।মো. রবিউল হোসেন ভুঁইয়া ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঞ্জুর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে তাকে ডিবি কার্যালয় রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন

আনোয়ার হোসেন মঞ্জু এর আগে পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী ছিলেন।
এর আগেও তিনি দুইবার দুই মন্ত্রণালয়ের যোগাযোগ মন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ছিলেন।

তিনি এর আগে পিরোজপুর-২ আসন থেকে ছয়বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আনোয়ার হোসেন মঞ্জুর বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া একজন নামকরা রাজনীতিবিদ এবং দৈনিক ইত্তেফাকেরও প্রতিষ্ঠাতা ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু নিজেও ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *