ছাত্র জনতার রক্তে অর্জিত ২য় স্বাধীন বাংলাদেশে আর কোন স্বৈরাচারকে মেনে নেওয়া হবেনা-মাওঃ রফিকুল ইসলাম খাঁন

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

শেখ জাহিদ  (এনায়েতপুর) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ছাত্র জনতার রক্তে অর্জিত ২য় স্বাধীন বাংলাদেশে আর কোন স্বৈরাচারকে মেনে নেওয়া হবেনা। আ’লীগ ৭১’র পর বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছে।


বিজ্ঞাপন

রফিকুল ইসলাম খাঁন (৩ সেপ্টেম্বর) মঙ্গলবার বেলা ৩ টায় এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনায়েতপুর থানা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন।


বিজ্ঞাপন

এনায়েতপুর থানা জামায়াতের আমীর ডাঃ সেলিম রেজার সভাপতিত্বে এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারী ডাঃ মোফাজ্জল হোসেনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওঃ শাহিনুর আলম, সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম।

জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ আব্দুস সালাম, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল। বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী,শাহজাদপুর উপজেলা জাামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান,চৌহালী উপজেলা জামায়াতের আমীর আবু সালেহ মোহাম্মদ আবু সাঈদ, বেলকুচি উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নুর উন-নবী সরকার, থানা শিবির সভাপতি ফয়সাল খোন্দকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় মাওঃ রফিকুল ইসলাম খাঁন বলেন, ছাত্র জনতার রক্তে অর্জিত ২য় স্বাধীন বাংলাদেশে আর কোন স্বৈরাচারকে মেনে নেওয়া হবেনা। তিনি বলেন, নিষ্ঠুর স্বৈরাচার আওয়ামীলীগ সরকার বার বার স্বাধীনতা স্বার্বভৌমত্ব বিপন্ন করেছে। গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন ও শোষনের নীতি কায়েম করেছিলো। গুম,খুন, মামলা, হামলার মাধ্যমে বিরোধী দলগুলোকে জিম্মি করেছিলো। বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছিলো।

ছাত্র জনতার সফল আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আগামী দিনে জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন, বাসযোগ্য, সুখী,সমৃদ্ধি দেশ গড়তে চায়। এজন্য দেশপ্রেমিক নাগরিকদের জামায়াতের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। সেই সাথে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *