মোঃ মুকিম উদ্দিন (সুনামগঞ্জ) : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ ও আহতদের স্মরণে ও বন্যাদুর্গতদের জন্য দোয়া এবং নৈরাজ্য বাদ বিরোধী পথ সভায় জনতার ঢল নেমেছিল । বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১২ টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্টে বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুনঈম কামালী শাহিন এর সভাপতিত্বে জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিস সাধারন সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সংগ্রামী মুহতারাম মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক, মাওলানা কামরুজ্জামান হোসেন, মাওলানা ছদরুল রহমান, মাওলানা মাহফুজুল ইসলাম সামরান, এডভোকেট ফজলে রাব্বি মারুফ, হযরত মাওলানা শামসুল ইসলাম, হেফাজতে ইসলামের সদস্য তোফায়েল আহমদ কামরান প্রমুখ এসময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র জনতা মৃত্যু বরণ করেছেন তারা আমাদের বীর।
তাদের এই আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হলো। দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে এসেছে। নিহতদের জন্য আমাদের দোয়া মহান আল্লাহ যেন সকলকে জান্নাতবাসী করেন। এছাড়া যারা আহত রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের লোকজন ও আমরা একে অপরের সাথে মিলেমিশে কাজ করতে চাই।
এ সময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শায়খ ফয়েজ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতা উল্লাহআমীন, এছাড়াও স্থানীয় খেলাফত মজলিসের নেতাকর্মীরা। এ পথ সভায় বিভিন্ন এলাকার খেলাফত মজলিসের কর্মী সর্মথকরা অংশ নেয়।