‘গোলাগুলিতে’ সাবেক পৌর কাউন্সিলর নিহত

অপরাধ আইন ও আদালত সারাদেশ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর শালবাগানে মাদক কারবারিদের দুই পক্ষের ‘গোলাগুলিতে’ আইয়ুব আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন। আইয়ুব আলী একজন সন্ত্রাসী ও মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ ওয়ান স্যুটার গান, কয়েক রাউন্ড গুলি, ককটেল ও মাদক উদ্ধার করেছে।


বিজ্ঞাপন

আইয়ুব আলী উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার রেল কলোনীপাড়ার আব্দুর রহমানের ছেলে।

দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এটিএম গোলাম রসুল জানান, সোমবার দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল বোঁচাগঞ্জ উপজেলায় অভিযানে যায়। রাত আনুমানিক ২টার দিকে বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর শালবাগানের ভেতর দুপক্ষের ‘গোলাগুলির’ শব্দ পেয়ে পুলিশ শালবনের কাছে যায়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড ফাঁকা গুলি করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ডিবি পুলিশ সেখানে গুলিবিদ্ধ অবস্থায় আইয়ুব আলীকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ওয়ান স্যুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, ককটেলসহ ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পুলিশ ধারণা করছে মাদক কারবারিদের টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের ‘গোলাগুলিতে’ আইয়ুব আলী নিহত হয়েছেন।

ডিবি পুলিশ জানায়, আইয়ুব আলীর বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় মাদক, সন্ত্রাস, চোরাকারবারী, পকেটমারীসহ বিভিন্ন অপরাধের ১৯টি মামলা রয়েছে। আইয়ুব আলী ইতিপূর্বে একবার সেতাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *