বীরভূমে তৃনমূল কংগ্রেসে যোগদান বিজেপির পঞ্চায়েত সমিতির এক সদস্য সহ ১১৫ জন

Uncategorized আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ

সেখ রিয়াজুদ্দিন (বীরভূম)  :  পঞ্চায়েত নির্বাচনের বছর ঘুরতেই যে সমস্ত প্রার্থীরা বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন তাদের অনেকাংশই তৃণমূলের পতাকাতলে হাজির হচ্ছেন। সেরূপ সিউড়ি ১ নম্বর ব্লকের করিধ্যা পঞ্চায়েত এলাকার বিজেপির টিকিটে পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত এক প্রতিনিধি রবিবার সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরীর হাত ধরে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। দলীয় সূত্রে জানা যায় যে,সিউড়ি ১নং ব্লকের কড়িধ্যা অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য রাজিব চ্যাটার্জী ১১৫ জন বিজেপি সমর্থকদের নিয়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। সদ্য বিজেপি ছেড়ে আসা রাজিব চ্যাটার্জী বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্যে সামিল হতেই মূলত তৃনমূল কংগ্রেসে যোগদান।


বিজ্ঞাপন

এদিন এক অনুষ্ঠানে সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী বিজেপি ছেড়ে আসা লোকজনের হাতে দলীয় পতাকা তুলে দেন।


বিজ্ঞাপন

উল্লেখ্য জেলার বুকে যে কয়েকটি গ্রাম পঞ্চায়েত তৃনমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছিল এবং বিজেপির দখলে গিয়েছিল তারমধ্যে করিধ্যা পঞ্চায়েত একটি। বিশেষ উল্লেখযোগ্য যে জেলার বুকে প্রথম বিজেপির পঞ্চায়েত ভাঙন শুরু হয় এই করিধ্যা পঞ্চায়েত থেকেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *