মোস্তাফিজুর রহমান, (জামালপুর) : সরকার অনুমোদিত বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৯ সেপ্টেম্বর) দিনব্যাপী জামালপুরের সরিষাবাড়ী সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ,সরিষাবাড়ী থানা,আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, সরিষাবাড়ী সরকারি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ,সরিষাবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ,সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ,সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়, সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়,দাসেরবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউট ও বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: রবিউল ইসলাম,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মুশফিকুর রহমান, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আবুল হোসেন,যুগ্ম সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু,সরিষাবাড়ী রিপোটার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক হারুন অর রশীদ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম জামালপুর জেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান,সদস্য সচিব রাকিব হাসান,সদস্য শামীম খান, আব্দুর রহমান,আব্দুল আল সাঈম,রফিকুল ইসলাম, নাঈম হাসান,আবু তাল্লাদ,মো: ওয়াজেদ,রুবেল সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ।